বরিশালে ডেঙ্গু ভীতি কমছে না

বরিশালে ডেঙ্গু ভীতি কমছে না

বর্ষবার মৌসুমের শেষে শরতের বাতাস বইতে শুরু করেছে। কিন্তু  রিশালে ডেঙ্গু ভীতি কমছেনা। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় আরও একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বরিশার বিভাগে ৪১জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ২৭ জন। তাই বরিশালের হাসপাতালগুলোতে  আক্রান্ত রোগী ও স্বজনদের আতংক কমেনি। তাই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

গত ৪৮ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯২জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৫০ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় জানিয়েছে, বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ৮৯৪জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে কিচিৎসা নিচ্ছে। আর ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৩০৫ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৩৪৪ জন, পটুয়াখালী জেলায় ১৮৬জন, ভোলা জেলায় ৬২জন, পিরোজপুর জেলায় ১১৯জন, বরগুনা জেলায় ১৬৬ জন এবং ঝালকাঠী জেলায় ১৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় আরও জানায়, গত জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত ১৪ হাজার ২৫৫জন ডেঙ্গু আক্রান্ত রোগী বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। এর মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৩ হাজার ৩২০ জন। আর এই সময়ে মারা গেছেন ৪১জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী মাঝে মাঝে বাড়ছে। তবে সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে। আগামী সেপ্টম্বরের মাঝামাঝি ডেঙ্গু পরিস্থতি স্বাভাবিক হয়ে আসবে। তবে সকলকে সতর্ক  থাকার পরামর্শএ দিয়েছেন তিনি।