বরিশালে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

বরিশালে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ


বরিশালে বিএনপি’র আন্দোলনে নিহত, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন দলের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। 

অনুষ্ঠানে জেলা (উত্তর) বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিগত সময় গণতান্ত্রিক আন্দোলনে গুম-খুন ও নির্যাতনের শিকার বিএনপির ৪ কর্মী ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার তুলে দেন নেতারা। 
অনুষ্ঠানে বিলকিস জাহান শিরিন বলেন, গত ১ যুগের সরকার বিরোধী আন্দোলনে ক্ষমতাসীন দল ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিএনপির অনেক কর্মী গুম-খুন এবং নির্যাতনের শিকার হয়েছে। বরিশাল বিভাগে এ ধরনের ২ শতাধিক বিএনপি পরিবার চিহ্নিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার পৌঁছে দেয়া হচ্ছে।