গৌরনদীর বেঁদে পল্লীতে হামলা-ভাঙচুর মামলায় গ্রেপ্তার ১৬

গৌরনদীর বেঁদে পল্লীতে হামলা-ভাঙচুর মামলায় গ্রেপ্তার ১৬

বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর বেদে পল্লীতে হামলা-ভাঙচুরের মামলায় ১৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার এবং সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ডালিম সরদার, বোরহান সরদার, জজ সরদার, কামরুল হাওলাদার, রুহুল আমীন ঘরামী, মন্টু সরদার, হেজবুল সরদার, পান্না মিয়া সরদার, অলি সরদার, বাগু সরদার, মামুন, ঠান্নু ঘরামী, জিয়া সরদার, ছাবেদ সরদার, টপি সরদার ও দুখু সরদার। 

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, গত ৩০ এপ্রিল টরকীর চর বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে বসতঘর ভাঙচুর এবং ৫ জনকে কুপিয়ে টিপিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনায় বেদে পল্লীর মো. ঝন্টু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দুই দফায় ওই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, হামলা মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বেঁদে পল্লীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে কঠোর নজরদারীর করছে পুলিশ।

গত কয়েক বছর ধরে টরকীর চর এলাকার বেঁদে পল্লীর আধিপত্য বিস্তার নিয়ে পল্লীর নাসির সরদার ও স্বপন সরদার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল বেদে পল্লীতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা-সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।