বরিশালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান

বরিশালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান

বরিশালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর (হিজড়া) মাঝে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৫৪ জন হিজড়ার প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেয়া হয়। 

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বর্তমান সরকার নি¤œ আয়ের মানুষের জন্য করোনকালে সহায়তা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বরিশালের হিজড়া সম্প্রদায়ের ৫৪ জনের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়। 

সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ার‌্যান সাইদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ উপস্থিত ছিলেন।