এমপিওভুক্ত শিক্ষকদের বেতন থেকে অবসর ভাতা ও কল্যাণ তহবিলে ১০ ভাগ টাকা কর্তনের সিদ্ধান্ত বাতিলসহ মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি বাবুগগঞ্জ উপজেলা সভাপতি অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল আঞ্চলিক শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা, বাবুগঞ্জ উপজেলা সম্পাদক সাইদুর রহমান তালেব, সহ-সভাপতি এইচ.এম ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আজিজুল হক, শিক্ষক নেতা দিলীপ চন্দ্র পাল প্রমূখ। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের হাতে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেতারা।