বরিশালে থেমে থেমে বৃষ্টি, নদীর পানি বিপদ সীমার উপরে

নিন্মচাপের কারণে বরিশালের আকাশ মেঘলা। কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারী আকারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পানি বেড়েছে উপকূলীয় এলাকার সকল নদ - নদীর।
তবে ৮ টি নদীর ১০ টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে।
সোমবার ১২ সেপ্টেম্বর সকাল থেকেই বরিশালে দেখা গেছে এমন চিত্র। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশালে বৃষ্টি হয়েছে ৭১.৬ মিলিমিটার।
এর মধ্যে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদ সীমার ১৫ সেমিঃ উপর দিয়ে, ভোলায় তেতুলিয়া নদীর পানি বিপদসীমার ১৫ সেমিঃ উপর দিয়ে, পিরোজপুরে বলেশ্বর নদীর পানি বিপদ সীমার ১৭ সেমিঃ উপর দিয়ে, ঝালকাঠির বিশখালী নদীর পানি বিপদ সীমার ২২ সেমিঃ উপর দিয়ে, , বরগুনায় বিশখালী নদীর পানি বিপদ সীমার ৪ সেমিঃ উপর দিয়ে, পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর পানি বিপদ সীমার ৩৯ সেমিঃ উপর দিয়ে, দৌলতখানে মেঘনা নদীর পানি বিপদ সীমার ১.০৪ সেমিঃ উপর দিয়ে, পাথরঘাটায় বিষখালী নদীর পানি বিপদ সীমার ৪৫ সেমি উপর দিয়ে, তজুমদ্দিনে মেঘনা নদীর পানি ৯৭ সেমি উপর দিয়ে এবং কচা নদীর পানি বিপদ সীমার ২৫ সেমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে নদ – নদীতে পানি বেড়েছে। এই পানিতে বড় কোন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিন্মচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এদিকে নিন্মচাপের কারণে ১ থেকে ২ ফুট উচ্চতায় পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।