বরিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা

বরিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর নবগ্রাম রোডে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। বক্তব্য রাখেন বরিশাল ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. সৌরভ ঘোষ ও খামারি রাসেল আহমেদ এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রামগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গবাদি পশু পালনের জন্য ব্যাংক থেকে ৫ ভাগ সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করেছেন। এই ঋণ বাবদ ব্যাংককে ১০ ভাগ হারে সুদ দিতে হয় সরকারকে। জনগণের জন্য ৫ ভাগ ভর্তুকি দিচ্ছে এই সরকার। তিনি অধিক উন্নত জাতের গবাদি পশুর খামারি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে বিভিন্ন জাতের পশু-পাখি প্রদর্শন করা হয়। সদর উপজেলা ও নগরীর বিভিন্ন খামারিসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মেলার স্টলে খামারিদের বিভিন্ন পরামর্শ দেন। এবারের মেলায় মোট ৩৩টি স্টল অংশগ্রহণ করে।