বরিশালে দুই বছর পর বর্ণাঢ্য সাজে রথযাত্রা

করোনা মহামারীর কারণে গত দুই বছর উন্মুক্ত পথে রথযাত্রা করা সম্ভব হয়নি। দুই বছর পর বরিশালে এবার বর্ণাঢ্য সাজে তিনটি বড় রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। এর আটদিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা।
শুক্রবার (১ জুলাই) নগরীর নতুন বাজার শ্রী শ্রী রাধা শ্যমসুন্দর মন্দির (ইসকন) দিয়ে দুপুর ৩টার দিকে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। নগরীর অনান্য মন্দিরেও শুরু হয়েছে এ উৎসব।
এদিকে বিকালে রথযাত্রা বের হওয়ার আগে ‘ বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব ২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
রথযাত্রা ছাড়াও আট দিনের আনুষ্ঠানিকতার মধ্যে থাকছে, প্রথম সংলাপ ভিত্তিক নাটকÑ ‘যম যখন আসে’, বৈদিক নাটক ‘নীলাচলে মাহাপ্রভু, গৌরসুন্দর আরতি কীর্তন, শ্রীতৈচন্য চরিতামৃত পাঠ, ভজন-কীর্তন, পদাবলী কীর্তনসহ নানা অনুষ্ঠান।
‘রথোপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পুনর্জন্ম হয় না’-শাস্ত্রমতে এমন বিশ্বাসকে মনে ধারণ করে রথযাত্রা তিথি উদযাপনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা।
অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, আটদিন পরে আবার সেখানেই ফিরিয়ে আনা হয়। একে বলে ‘উল্টো রথ’। এবারের ‘উল্টো রথ শুক্রবার ৮ জুলাই অনুষ্ঠিত হবে।
শোভাযাত্রাটি নগরীরর নতুন বাজর, জেলখানার মোড়, চকবাজার, নগরভবন, কাকলীড় মোড়, সদর রোড ঘুরে সন্ধ্যায় নতুন বাজার গিয়ে শেষ হয়।
এসময় নগরীর চারপাশে বিপুল পরিমানে পুলিশ, ডিবিসহ অনান্য প্রশাসনের উপস্থিতি ছিলো।