বরিশালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

বরিশালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

করোন ভাইরাস প্রতিরোধে বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জেলা দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মো. মঈদুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, জরুরী সভায় বরিশাল জেলায় সব শেষ করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় করোনা প্রতিরোধে সরকারি-বেসরকারী উদ্যোগ সমন্বয়সাধন করাসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়।

সভায় করোনা চিকিৎসায় সবগুলো হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স এবং জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশনা দেন জেলা প্রশাসক।