বরিশাল শেবাচিমে চিকিৎসক ও নার্সদের ১ হাজার পিপিই সরবরাহ

বরিশাল শেবাচিমে চিকিৎসক ও নার্সদের ১ হাজার পিপিই সরবরাহ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সসহ অন্যান্যদের মাঝে ১ হাজার পিপিই (সুরক্ষা সরঞ্জাম) সরবরাহ করা হয়েছে। পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরো পিপিই দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালের চিকিৎসকদের হাতে এই পিপিই  তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার ঢাকা থেকে এই পিপিই বরিশাল এসে পৌঁছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, এই মুহূর্তে ১ হাজার পিপিই বরাদ্দ হয়েছে। এরমধ্যে করোনা ইউনিটের জন্য ৪০০, অন্য ইউনিটের চিকিৎসকদের জন্য ২০০, নার্সদের জন্য ২০০ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য ২০০ পিপিই বরাদ্দ হয়েছে। হাসপাতালে কমপক্ষে ১ লাখ পিপিইর চাহিদা রয়েছে বলে জানান পরিচালক ডা. মো. বাকির হোসেন।

এদিকে প্রাথমিকভাবে পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরও পিপিই দরকার বলে জানান চিকিৎসকরা ও নার্সরা।
এর আগে হাসপাতালের নিজস্ব তহবিল থেকে ৩০০ পিপিই  সংগ্রহের কথা জানিয়েছেন চিকিৎসকরা।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যম সারির চিকিৎসকের সংখ্যা ৯৪ জন। বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ৮০জন। ৩০০ ইন্টার্ন চিকিৎসক এবং নার্স রয়েছেন প্রায় ৮০০ জন। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩ শতাধিক কর্মচারী রয়েছেন।