বরিশালে দুস্থদের মাঝে খাবার ও ইফতার বিতরণ
বরিশাল নগরীর ষ্টীমারঘাট এলাকার দুস্থ্য ভাসমান অসহায় মানুষদের মাঝে মাস ব্যাপী খাবার বিতরণের অংশ হিসেবে খাবার ও ইফতার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার ১০০টি হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নগরীর কাটপট্টি রোডর বাসিন্দা উদীয়মান তরুন নারী সমাজসেবক তিলোত্তমা সিকদার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য ও দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তিলোত্তমা সিকদার নিজ উদ্যোগে এবং ব্রক্তিগতভাবে বরিশালে রমজান শুরু হওয়ার পরন থেকে অসহায় পথচারীদের ইফতার সরবরাহ করে আসছিল। পরবর্তী সময় তার এই কাজে সহযোগিতা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এছাড়া উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীর ভূমিকায় রয়েছেন অভিজ্ঞান দাস অন্তু, সুরঞ্জিত সাহা সজিব প্রমুখ।