কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবা শহীদ ফয়জুর রহমানের মৃত্যুবার্ষিকীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবা শহীদ ফয়জুর রহমানের মৃত্যুবার্ষিকীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবা পিরোজপুরের সাবেক মহকুমা পুলিশ প্রশাসক শহীদ ফয়জুর রহমান আহমেদের মৃত্যুবার্ষিকীতে পিরোজপুর জেলা পুলিশের পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
গত মঙ্গলবার জেলা পুলিশের উদ্যোগে শহীদ শহীদ ফয়জুর রহমান আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফয়জুর রহমান আহমেদ ১৯৭১ সালে ৫ মে পিরোজপুরে  পাকসেনাদের হাতে নিহত হন। মহকুমা পুলিশ প্রশাসক ফয়জুর রহমান আহমেদকে পাকসেনার  হত্যা করে মৃতদেহ পিরোজপুর শহর সংলঘ্ন বলেশ্বর নদীতে ফেলে দেয়। স্থানীয় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে বলেশ্বর নদী থেকে  মরদেহ তুলে নদী তীরে সমাহিত করে।  দেশ স্বাধীন হওয়ার পর ফয়জুর রহমান আহমেদের মৃতদেহ ওই কবর থেকে তুলে পিরোজপুর পৌর কবরস্থানে আবার কবর  দেয়া হয়। ২০১৭ সালে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ ফয়জুর রহমান আহমেদকে স্বাধীনতা পুুরস্কার (মরণোত্তর) প্রদান করা হয়।

মরহুমরে কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল প্রমুখ। এসময় শহীদ পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম জানায় জেলা পুলিশ।