বরিশালে দেবী সরস্বতীর আরাধনা

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজিত হয়। নগরীর হিন্দু সম্প্রদায় বিভিন্ন মন্দিরে ,পাড়া মহল্লার অলি-গলিতে,বাড়িতে বাড়িতে পূজার অঞ্জলি দিতে দেখা যায়।
আজ ১৬ ফেব্রুয়ারি ৩ ফাল্গুন মঙ্গলবার সকাল থেকেই বরিশাল নগরীর হিন্দু সম্প্রদায় এ পূজা আরাধনায় উৎযাপন করে। প্রতিবৎসর স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় সংলিষ্ট সবাই সরস্বতী পূজা ব্যাপক আকারে উৎযাপন করে থাকলেও করোনার পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় পূজার আয়োজন হচ্ছে না।
শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয় । সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই হয়। এ বছর করোনা পরিস্থিতির কারণে নগরীতে ঘরোয়াভাবেই সারতে হচ্ছে মূল আনুষ্ঠানিকতা।
বরিশাল নগরীর বিভিন্ন মন্দিরে শ্রীশ্রী শংকর মঠ, রামকৃষ্ণ মিশন, স্ব রোড রাধা গোবিন্দ নিবাস,কাউনিয়া লোকনাথ মন্দির, গুপ্তের কর্নার সংলগ্ন অষ্টকোনা লোকনাথ মন্দির সহ সরস্বতী পূজা হয়েছে।
বিভিন্ন মন্দির ও এলাকায় বিদ্যার দেবী সরস্বতীর প্রত্যুষে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলিসহ দিনব্যাপী প্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতির আয়োজন করা হয়েছে।