বরিশালে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক বাবা-ছেলে

বরিশাল নগরের মীরা বাড়ির পুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজাসজ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ এপ্রিল) দিনগত রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে নগরের ১৪ নম্বর ওয়ার্ডস্থ মিরাবাড়ি পোল সংলগ্ন এলাকার ভাড়া বাসা থেকে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন সূর্যপাশা ইউনিয়নের মো. শাহজাহান সরদার (৫৫) ও তার ছেলে ইমরান সরদারকে (২৪) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ছয়টি ছুরি, একটি দা ও পাচঁটি চাপাতি এবং গাঁজা, নগদ টাকা ও পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
আটক বাবা-ছেলে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।