বরিশালে ধর্ষণের শিকার শিশুকে ওসিসিতে ভর্তি

বরিশালে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার মুসুরিয়া গ্রামে ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ওই শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে চিকিৎসার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করেন চিকিৎসকরা।
বলে জানান বিমানবন্দর থানার ওসি জাহিদ-বিন আলম।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা জানান, গত শনিবার মুসরিয়া এলাকার ওই শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে প্রতিবেশী চাচাতো ভাই রিয়াজ। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকী দেওয়া হয়। পরবর্তীতে ওই শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে বিষয়টি তার অভিভাবকদের নজরে আসে। পরে তাদের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, স্থানীয় শহীদুল চৌকিদারের ছেলে রিয়াজ তাকে যৌন নির্যাতন করে। অবস্থা বেগতিক দেখে গতকাল সকালে শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ওসিসিতে প্রেরণ করা হয়।
বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, মুসুরিয়া গ্রামে শিশু ধর্ষণের খবর হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।