মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার বিরোধী চলমান আন্দোলন চাঙ্গা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান শামীম।

বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন ও মাহফুজুর রহমান মাফুজ, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও আমিনুল ইসলাম আমিন, জেলা (উত্তর) যুবদলের সভাপতি মো. মো. মাহফুজ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিপলু। 

এছাড়া কর্মী সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল নেতারা বক্তব্য রাখেন। তারা যুবদলের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি হালনাগাদ করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানান। 

যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব জানান, বরিশাল বিভাগে যুবদলের ৭১টি ইউনিট কমিটি রয়েছে। দীর্ঘদিন কার্যক্রম না থাকায় নেতাকর্মীরা ঝিঁমিয়ে পড়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিট কমিটির নেতাদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। গত রোববার মুলাদী উপজেলা ও পৌর এবং হিজলা উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। মেহেন্দিগঞ্জের স্থানীয় প্রশাসন অনুমতি না দেয়ায় বরিশাল প্রেসক্লাবে মেহেন্দিগঞ্জ পৌর ও উপজেলা যুবদলের কর্মী সভা আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার গৌরনদী উপজেলা ও পৌর এবং আগৈলঝাড়া উপজেলা কমিটির নেতাদের নিয়ে বরিশাল প্রেসক্লাবে কর্মী সভা আহ্বান করা হয়েছে।