বরিশালে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে সহায়তা

বরিশালে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে সহায়তা


বরিশালের গৌরনদী উপজেলার ১ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান পর এবার কর্মহীন অসহায় ১ হাজার মানুষকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার। বলরাম পোদ্দার প্রতিষ্ঠিত নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে এই অর্থ সহায়তা দেওয়া হয়।

গত শুক্রবার এবং  শনিবার বরিশালের গৌরনদী এবং পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাকাল, বাগধা, রতœপুর, রাজিহার ও বার্থী ইউনিয়নের ১ হাজার অসহায় মানুষকে নগদ অর্থ সহায়তা দেন তিনি।

রমজানকে সামনে রেখে ১ হাজার মানুষের প্রত্যেককে তাদের পরিবারের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নগদ ৭০০ টাকা উপহার দেন বলরাম পোদ্দার। এর আগে চলতি মাসের প্রথম দিকে গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ২০০ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন।