বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ)মধ্য রাতে বরিশাল ক্লাব প্রাঙ্গনে কেক কেটে ও আতশবাজি ফুটিয়ে এ দিবসের আয়োজন শুরু করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সকাল ৯ টায় বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশন মেয়র সেনেনিয়াবাত সাদিক আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনূসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরপর বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি নগরীর সার্কিট হাউস থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান । জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে এ দিবসটি উপলক্ষে শিশু কিশোর সমাবেশ, রেলি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বরিশাল নগরীর সরকারী-বেসরকারী,সায়ত্তশাসিত ভবন এবং ব্যক্তি মালিকানা ভবন গুলো সৌন্দর্য বর্ধনে আলোকসজ্জা করা হয়েছে।