বরিশালে নানা আয়োজনে দেবী সরস্বতীর আরাধনা

বরিশালে নানা আয়োজনে দেবী সরস্বতীর আরাধনা

বরিশালে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। অঞ্জলী, যজ্ঞ, আরতি এবং প্রসাদ বিতরণ এর মধ্যদিয়ে শ্রীপঞ্চমীর পূণ্য তিথিতে বরিশালে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা।

শনিবার (৫ ফেব্রুয়ারী) সকাল থেকে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শুরু হয় সরস্বতি পূজা। করোনার কারনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কিছু ক্যাম্পাস সহ মন্দির, পাড়ায়-মহল্লা এবং ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয় সরস্বতি পূজা। পূজা উপলক্ষে মন্ডপগুলো সাঁজানো হয়েছে নবসাঁজে। শ্রীপঞ্চমীর সকাল থেকে বিদ্যার্থীরা মন্ডপগুলোতে উপস্থিত হয় এবং বিদ্যার দেবী সরস্বতির পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করেন। 

তারা বিদ্যার দেবীর কাছে সারা বছর নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা ও ভালো ফলাফল করতে পারেন সেই প্রার্থনা করেন। বরিশাল নগরীর বিভিন্ন মন্দিরে শ্রীশ্রী শংকর মঠ, রামকৃষ্ণ মিশন, স্ব রোড রাধা গোবিন্দ নিবাস,কাউনিয়া লোকনাথ মন্দির, গুপ্তের কর্নার সংলগ্ন অষ্টকোনা লোকনাথ মন্দির,বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সরস্বতী পূজা হয়েছে। 

বিভিন্ন মন্দির ও এলাকায় বিদ্যার দেবী সরস্বতীর প্রত্যুষে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলিসহ প্রসাদ বিতরণ এবং দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।