২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু,শনাক্ত ৮ হাজার ৩৫৯

২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু,শনাক্ত ৮ হাজার ৩৫৯

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৯ জন। রোগী শতাংশের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুত্রুবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩০ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ৯ হাজার ৫২ জনের। ২২ দশমিক ৯৫ শতাংশ।