বরিশালে নাস্তার বিল নিয়ে কর্মচারীদের হামলায় ক্রেতা আহত,২ পুলিশসহ ৫ জন আহত

বরিশালে নাস্তার বিল নিয়ে কর্মচারীদের হামলায় ক্রেতা আহত,২ পুলিশসহ ৫ জন আহত

বরিশাল নগরীর বান্দ রোডের নদী বন্দর এলাকার একটি রেস্তোরায় নাস্তার দাম নিয়ে বিরোধের জের ধরে এক ক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে।

এ সময় তাকে রক্তত্ব জখম সহ তার দাড়ি টেনে ছিড়ে ফেলে তারা। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধরা দোকানটি ভাংচুর এবং রেস্টুরেন্ট কর্মচারীদের মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দোকান কর্মচারীকে পুলিশ নিরাপত্তা হেফাজতে নেয়ার সময় বিক্ষুব্ধদের ইটের আঘাতে ২ পুলিশ সহ ৪ জন আহত হয়েছে।  অভিযুক্ত দোকানীকে গ্রেফতার করে এ ঘটনার দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে থানার সামনে জড়ো হয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে সৌরভ ঢালী নামে এক ব্যক্তি নদী বন্দর এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারে নাস্তা করে। খাবারের দাম বেশী রাখা নিয়ে ক্রেতা ও দোকান কর্মচারী ভবতোষ সাহা ভানুর মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে দোকান কর্মচারীরা সৌরভকে মারধর করে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে সৌরভ রক্তত্ব জখম হয় এবং তার দাড়ির একাংশ ছিড়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রান মুসুল্লীরা বিক্ষুব্ধ হয়ে ঘোষ মিস্টান্ন ভান্ডার ভাংচুর এবং দোকান কর্মচারীদের মারধর করে। হামলার শিকার ব্যক্তি চরমোনাই পীরের অনুসারী হওয়ায় বিক্ষুব্ধদের সাথে চরমোনাই পীরের বহু অনুসারী যোগ দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান কর্মচারী ভানুকে নিরাপত্তা হেফাজতে নিতে গেলে তাদের উপর হামলা চালায় বিক্ষুব্ধরা। এতে এসআই সেলিম সহ পুলিশের দুই সদস্য এবং অপর দুইজন সামান্য আহত হয়। পরে দোকান ম্যানেজার ভানুকে নিরাপত্তা হেফাজতে নেয় পুলিশ। এ সময় বিক্ষুব্ধরা থানা চত্ত্বরে জড়ো হয়ে অভিযুক্তদের বিচার দাবী করেন। 

সৌরভ ঢালীর দাবী, নাস্তায় বেশী দাম রাখার প্রতিবাদ করায় তার উপর হামলা করেছে দোকান কর্মচারীরা। এক পর্যায়ে টেনে তার দাড়ি ছিড়ে ফেলে তারা।

দোকান ম্যানেজার ভবতোষ সাহা ভানুর দাবী, ক্রেতা সৌরভ আগে দোকান কর্মচারীদের মারধর করেছে। এ সময় কর্মচারী ও ক্রেতার মধ্যে হাতাহাতি হয়েছে। কেউ ইচ্ছা করে তার দাড়ি ছেড়েনি। 
দাড়ি ছিড়ে ফেলায় অভিযুক্ত দোকান মালিক ও কর্মচারীকে গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা। 

ঘটনাস্থল পরিদর্শনকারী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। অভিযুক্ত দোকান ম্যানেজারকে আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া কথা বলেন তিনি।