বরিশালের উজিরপুরের ধামুরা সংলগ্ন সন্ধ্যা নদীর তীর দখল করে পাকা ভবন নির্মাণ কারীদের তালিকা করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন বরিশালের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার দিনভর ধামুরা বন্দরের নদী দখল এলাকা পরিদর্শন করে অবৈধ দখলকারীদের তালিকা তৈরী করেন।
দুদকের ওই তালিকায় ধামুরা বন্দরের ১৫ জন অবৈধ দখলকারীর নাম স্থান পেয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক হাফিজুর রহমান।
দুদক সূত্র জানায়, নদী দখল করে পাকা ভবন নির্মাণের সচিত্র প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে দুদক কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে সরেজমিন অভিযোগ তদন্ত করে অবৈধ দখলকারীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী গত মঙ্গলবার দুদকের একটি দল ধামুরা বন্দর পরিদর্শন করে ১৫জন দখলকারীর তালিকা তৈরি করেছে।
দুর্নীতি দমন কমিশন বরিশালের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, অবৈধ দখলকারীদের তালিকা অধিকতর যাচাইয়ের জন্য উজিরপুরের তহসিল অফিস থেকে ওই বাজারের বৈধ জমির মালিকদের তালিকা নেওয়া হয়েছে। একই সাথে সার্ভেয়ার মো. জাকির হোসেনের সাথে যোগাযোগ করে অবৈধ দখলকারীদের তালিকা নিয়েছেন তারা। তালিকা যাচাই-বাছাই করে অবৈধ দখলকারীদের উচ্ছেদ এবং স্থাপনা ভেঙে ফেলার কথা বলেন তিনি।
এদিকে উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু নদীর অবৈধ দখল রোধে দুদকের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন নদী দখল মুক্ত করতে তিনি সহযোগী হয়ে কাজ করবেন।