বরিশালে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

বরিশাল নগরীর পলাশপুর থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে সবুজ মন্ডল (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি শিশু সবুজকে হত্যা করে তার মরদেহ খালে ফেলে দেয়া হয়েছে।
নগরীর হাটখোলা শিশুপার্ক কলোনীর ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন মন্ডলের ছেলে সবুজ মন্ডল গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুঁচকা খেতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।
স্থানীয়রা জানান, আমানতগঞ্জ খালে শিশুর একটি মরদহে ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। এরপর সবুজের স্বজনরা সেখানে গিয়ে নিখোঁজ শিশু সবুজকে সনাক্ত করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে নাকি খালের পানিতে ডুবে মারা গেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত বলা যাচ্ছে না। স্বজনদের অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।