৩৪ রোহিঙ্গা শিবিরে লকডাউন

৩৪ রোহিঙ্গা শিবিরে লকডাউন

রোহিঙ্গাদের মধ্যে হঠাৎ করে করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। ঝুঁকির মুখে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো। তাই উখিয়া ও টেকনাফের ৩৪টি শিবিরে শুক্রবার সকাল থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন।

তিনি বলেন, শরণার্থী শিবিরগুলোতে লকডাউন বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত দেশি-বিদেশি সংস্থাগুলোকে করণীয় সম্পর্কে অবহিত করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উদ্বেগ জানিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের সহসভাপতি সৈয়দ উল্লাহ বলেন, শিবিরে করোনা আক্রান্তের খবরে লোকজন ভয়ে আছে। ঘনবসতি ও অবাধ বিচরণ থাকার কারণে কয়েক দিন ধরে করোনা রোগী পাওয়া যাচ্ছে। শিবিরে কিছু লোকজন মাস্ক পরলেও তরুণদের কোনোভাবেই মাস্ক পরানো যাচ্ছে না।

উল্লেখ্য, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ জন রোহিঙ্গার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন মারা গেছেন।