বরিশালে নিটল মটরস এর ঈদ পূনর্মিলনী ও গ্রাহক সমাবেশ

বরিশালে বিশ্ব বিখ্যাত নিটল টাটার মটরস এর ঈদ পূনর্মিলনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ জুলাই সন্ধায় বরিশাল নগরের লবষ্টার রেস্টুরেন্টে এ ঈদ পূণর্মিলনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ শওকত হোসাইন সিবিও, সেলস এন্ড মার্কেটিং নিটল মটোরস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর SDH Food এন্ড বেভারেজ লিমিটেড, মোঃ শিহাব মাহমুদ ম্যানেজিং ডিরেক্টর ADI সাবিহা কেমিক্যাল, মোঃ রবিউল ইসলাম খান জুয়েল চেয়ারম্যান বরকত এন্টারপ্রাইজ।
অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান নিটল মটরস এর অফিসার টিম। এরপর কোরআন তিলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ঈদ পূণর্মিলনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে টাটা মটরস ও নিটল নিলয় এর প্রামাণ্যয়চিত্র দেখানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান সাউথ বেঙ্গল ২ নিটোল মটরস। অনুষ্ঠানে এইসডি নামে গাড়ির নানা সুবিধা ও সার্ভিস নিয়ে নানা তথ্য জানানো হয় এবং নতুন গাড়ি নিয়ে নানা সুবিধা নিয়ে মেলা আয়োজন করা হয়।
ঈদ পূণর্মিলনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের ব্যবসায়ী, ডিলার ও গ্রাহক উপস্থিত ছিলেন।