বরিশালে নিষিদ্ধ সময়ে নদী থেকে ২৫ জেলে গ্রেপ্তার

মাছের উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে দেশে অভয়াশ্রমে ১ মার্চ থেকে আগামী দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার নবম দিনে বরিশালে অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য বিভাগ, র্যাব-৮ ও নৌ পুলিশের কর্মকর্তারা।
এ সময় ইলিশ ও ছোট মাছ ধরার অপরাধে নদী থেকে ২৫ জন জেলেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৯ মার্চ) ভোরে ৬টায় বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ দিকে বিকাল সাড়ে ৩টায় গ্রেপ্তারকৃত জেলেদের বিচারকার্যের জন্য বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, অভয়াশ্রমগুলোর মধ্যে কালাবাদর, গজারিয়া ও মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ট্রলার, নৌকা থেকে ২৫ জন জেলেকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত জেলেদের কাছ থেকে ২০ কেজি মাছ এবং প্রায় ২ লাখ মিটার জব্দ করা হয়।