বরিশালে পন্যমূল্য বৃদ্ধি রোধ ও সাপ্তাহিক ত্রাণের দাবিতে বাসদের বিক্ষোভ

বরিশালে পন্যমূল্য বৃদ্ধি রোধ ও সাপ্তাহিক ত্রাণের দাবিতে বাসদের বিক্ষোভ


বরিশালে নিত্য পন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ, ত্রাণ চোরদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ওয়ার্ড ভিত্তিক তালিকা করে প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সাপ্তাহিক ত্রাণ সরবরাহ করার দাবিতে বিক্ষাভ করেছে সমাজতান্ত্রিক দল বাসদ। পরে তারা প্রতীকী মিছিলও করেছে।

 শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন। 


সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা মনিষা চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের মহানগর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদসহ অন্যান্যরা। 
বিক্ষোভ সমাবেশ শেষে একই স্থান থেকে একই দাবিতে একটি প্রতীকী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।


জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, প্রতিদিনই চাল, ডাল, তেলসহ প্রায় প্রতিটি নিত্য পন্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহে পাইকারী বাজারে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা, ডালে ১৪ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, তেল ১০ টাকা এবং লবনে ৪ টাকা। প্রশাসনকে জানানোর পরও বাজার নিয়ন্ত্রণে কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। আবার অপর্যাপ্ত ত্রাণ দেওয়া হলেও তাতে স্বজনপ্রীতি এবং দলীয়করণ করা হচ্ছে। অবিলম্বে করোনা দুর্যোগ মোকাবেলায় সর্বদলীয় সমন্বয় কমিটি গঠনের দাবি জানান তিনি।


সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, চলমান দুর্যোগ মোকাবেলার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনীকিকরণের দাবি জানিয়ে আসছে বাসদ। প্রতিদিনই করোনা রোগীদের সংখ্যা বাড়ছে। তাই বরিশালে ১০০০ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল চালু করেই এই সংকট মোকাবেলার পাশাপাশি করোনা ইউনিটে আইসিইউ এবং ২০০ ভেন্টিলেটর স্থাপন করার জরুরী। জ¦র, সর্দি, কাশির রোগী থাকলেই বা করোনা সন্দেহ হলেই যেন পরীক্ষা করানো সম্ভব হয় সে জন্য প্রতিদিন অন্তত ১ হাজার পরীক্ষার ববস্থা করার দবি জানিয়েছেন তিনি।