আ.লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সুষ্ট নির্বাচন হবে না : মিন্টু

আ.লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সুষ্ট নির্বাচন হবে না : মিন্টু

তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বরিশালে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রী ভাইস প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে সুষ্ট কোন নির্বাচন হবে না। তাদের ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে। পার্কের জীব জন্তুকেই যারা রক্ষা করতে পারে না তারা দেশের মানুষকে কিভাবে রক্ষা করবে।’

বুধবার (২ মার্চ) সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল উত্তর ও দক্ষিন জেলা বিএনপির অয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেছেন, ‘যে দেশে চুরি, ডাকাতি, লুটতরাজ আছে সে দেশে তো দ্রব্যমূল্যের দাম বাড়বেই। এদেশ থেকে যদি জনগণকে পুনুরুদ্ধার করতে হয় অনতিবিলম্বে বর্তমান সরকারকে হাটাতে হবে। বাংলাদেশের প্রশাসনের শাষন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়ার হাতে। এই সরকার এখন চুরি, ডাকাতী ও লুন্ঠনকারিদের রক্ষা করছে। আমাদের দেশ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে উদ্ধার করতে না পারলে দেশে কোন শান্তি আসবে না।’ 

পুলিশ বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘ডাকাতদের পক্ষ না নিয়ে আপনারা জনগণের পক্ষে থাকেন। দেশের জনগনকে বর্তমান সরকারের জিম্মিদশা থেকে মুক্ত করেন।’

এর আগে সমাবেশে অংশ নিতে বরিশাল জেলার দশ উপজেলা থেকে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানারে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়। 

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে ও জেলা দক্ষিণ বিএনপি সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল ও উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুর রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজ ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিটু, বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ প্রমুখ।