বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮টন নিষিদ্ধ পলিথিন জব্দ : ট্রাক জব্দ

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮টন নিষিদ্ধ পলিথিন জব্দ : ট্রাক জব্দ
বরিশালে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। এঘটনায় একটি ট্রাকও আটক করা হয়েছে। অভিযানের সময় গোডাউনের মালিক কিংবা ট্রাকের কাউকে আটক করতে পারেনি ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবা দুপুর ১২টার দিকে নগরের হাটখোলা এলকায় অভিযান চালিয়ে ওই পলিথিন জব্দ করা হয়। বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দ হওয়া ট্রাক সরকারীভাবে নিলামে বিক্রির কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে নগরীর হাটখোলা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ওই এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ২টন এবং একটি ট্রাক বোঝাই অবস্থায় আরও ৬ টন পলিথিন উদ্ধার করেন তারা। গোডাউন এবং ট্রাকের কোন লোকজন না পাওয়ায় ভ্রাম্যমান আদালত গোডাউনটি সিলগালা করে দেয় এবং ট্রাকটি জব্দ করে। উদ্ধারকৃত পলিথিন ধ্বংস করে দেওয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।