বরিশালে পশু চামড়ার বাজারে ধ্বস

বরিশালে কোরবানীর পশু চামড়ার বাজারে ধ্বস নেমেছে। চামড়া কিনতে আড়তদারদের অনীহার কারণে এবার নামমাত্র মূল্যে পশুর চামড়া বিক্রি হয়েছে। বরিশালের চামাড়পট্টি হিসেবে পরিচিত পদ্মাবতী এলাকায় আগে ৫৩ জন আড়তদার থাকলেও এবার চামড়া কিনেছেন মাত্র ৩জন আড়তদার। মূলধন হারিয়ে বেকায়দায় পড়েছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। ঢাকার ট্যানারী মালিকদের কাছে বিগত বছরের টাকা বকেয়া থাকায় আর্থিক সংকটে চামড়া কিনতে পারেননি তারা।
মৌসুমী ব্যবসায়ী ও চামড়া বিক্রির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা জানান, ২ লাখ টাকা মূল্যের একটি গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র ৪০০ থেকে ৫০০ টাকায়। ২ লাখ টাকার কম দামের গরুর চামড়া বিক্রি হয়েছে ২০০ থেকে ৩০০ টাকায়। আর লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে ২০০ টাকার মধ্যে। পাইকারী বাজারে ছাগলের চামড়ার দাম না থাকায় তা বিনামূল্যে পাইকারদের কাছে দিয়ে গেছেন সংগ্রহকারীরা।
সংশ্লিস্টরা জানান, অন্য বছরগুলোতে চামড়া সংগ্রহ করে তাদের কিছু লাভ থাকতো। কিন্তু এবার লোকসান গুনতে হয়েছে তাদের।
নগরীর সাগরদী দারুসুন্নাত মাদ্রাসা ও এতিমখানার হাফেজ মাওলানার নুরুল আমিন জানান, দানকৃত এবং কেনা মিলিয়ে ৪৪টি গরুর ও ৮টি ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে। ৪৪টি গরুর চামড়া ১৪ হাজার টাকায় বিক্রি করলেও ছাগলের চামড়া বিনামূল্যে দিতে হয়েছে আড়তদারদের।
বরিশাল চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সহসম্পাদক জিল্লুর রহমান মাসুম জানান, গত বছরের চেয়ে এবারের চামড়ার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। পূঁজির অভাবে অনেক আড়তদার এবার চামড়া কিনতে পারেনি।