বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুর ও আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহষ্পতিবার বিকেলে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানাগেছে, উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামের মহিবুল্লাহ বেপরীর আড়াইবছরের শিশু সন্তান আয়নামুল বৃহষ্পতিবার দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। এরপর তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে আগৈলঝাড়ার সুন্দরগাও এলাকায় ইখতিয়ার হাওলাদারের ৩ বছরের শিশু সন্তান ইসরাত জাহানও বাড়ির পাশের পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে সেখান থেকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উভয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাত আরা।