বরিশালে পুলিশের নির্যাতনে হাজতীর মৃত্যুর অভিযোগ

বরিশালে পুলিশের নির্যাতনে হাজতীর মৃত্যুর অভিযোগ

বরিশালে পুলিশী হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে রেজাউল করিম (৩০) নামে এক হাজতীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত মধ্য রাতে বরিশাল শের-ইবংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউলের মৃত্যু হয়েছে।

পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছে নিহতের পরিবার। ঘটনার বিচার দাবি করেছেন তারা। এই মৃত্যু নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজী হননি হাসপাতালের পরিচালক। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। 

 খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি সংলগ্ন সাগরদী হামিদ খান সড়কের একটি চায়ের দোকানে বসা ছিলো রেজাউল করিম। রাত সাড়ে ৮টার দিকে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন রেজাউলকে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করে। তার কাছ থেকে ১৩৮ গ্রাম গাঁজা এবং ৪পিস নেশাজাতীয় ইনজাকশন উদ্ধারের দাবি করে ওই দিন রাত সাড়ে ১১টায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা করেন মহিউদ্দিন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। তবে রেজাউলের পরিবারের পক্ষ থেকে পুলিশের নির্যাতনে তার মৃত্যুর জোড়ালো অভিযোগ করা হয়েছে। তাদের দাবি সুস্থ্য মানুষটাকে ধরে নিয়ে শারীরিক নির্যাতনে হত্যা করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের কঠোর বিচার দাবি করেন তারা। 

বরিশাল কেন্দ্রীয় কারাগার জেলর মো. শাহ আলম জানান, রেজাউল করিমকে শারীরিক ক্ষত নিয়ে মেডিকেল সার্টিফিকেট কারাগারে পাঠানো হয়েছিল। আদালতের নির্দেশে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার (পহেলা জানুয়ারী) রাত ৯টা ৩৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধঘীন অবস্থায় গত শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মৃত্যু হয় রেজাউল করিমের। তার মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোক উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এব্যাপারে বরিশাল শের-ই-বাংলা মেডকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বিষয়টি ষ্পর্শকাতর উল্লেখ করে এব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারমো. শাহাবুদ্দিন খান বলেন, এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনের ব্যতয় হলে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। 
এলএলবি পাশ রেজাউল নগরীর সাগরদী বাজারের মাংশ ব্যবসায়ী মো. ইউনুস মুন্সির ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়।