বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান শেষে রাত পৌনে ১১টায় হাসপাতাল থেকে ফিরোজা বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সংগৃহীত -বাংলাদেশ জার্নাল
দিদার বলেন, পরীক্ষার রির্পোট এখনো হাসপাতাল থেকে দেয়নি। আমরা রির্পোটের জন্য অপেক্ষা করছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে রির্পোট দেবেন।
এর আগে করোনায় আক্রান্ত খালেদা জিয়ার সিটি স্ক্যান করানোর জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার রাত ৯টা ১৭ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়িবহর ৯টা ৪২ মিনিটে এভার কেয়ার হসপাতালে পৌঁছে।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন ইউরে্ালিজিস্ট অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ডা. মো. আল মামুন ও গৃহকর্মী ফাতেমা বেগম।
গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়, শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় হয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন। এরপর আজ প্রথম ফিরোজা থেকে বের হলেন বেগম খালেদা জিয়া।