বরিশালে পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা

বরিশালে পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা

বরিশালে পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। জেলার বানারীপাড়া পৌরসভার নির্বাচনে ৪০ দফা পরিকল্পনা তুলে ধরে ইশতেহার ঘোষণা করেন আ.লীগের প্রাথী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সর্বস্তরের মানুষের সামনে তিনি ইশতেহার তুলে ধরেন।

সুভাষ চন্দ্র শীল বলেন, বিগত পাঁচ বছর দায়িত্ব পালনকালে নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ করেছেন। এরমধ্যে অনেক কাজই ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। পৌরসভার ১৮টি উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে সুভাষ চন্দ্র শীল বলেন, পৌরসভার উত্তরপাড়-দক্ষিণপাড় ব্রীজ, এপ্রোচ সড়কসহ একাধিক সড়ক সংস্কার, সন্ধ্যা নদী সুরক্ষা বাধ নির্মাণ, গোরস্থান-শ্মশানঘাট নির্মাণ, পৌরসভার প্রতিটি বাড়িতে সুপেয় পানির ২২৫ টি লাইন সংযোগ, স্ট্রিট লাইট ৯৫০ টিতে উন্নিতকরণ, পৌরসভা শতভাগ দুর্নীতিমুক্ত করা হয়েছে।

সুভাষ চন্দ্র শীল বলেন, ২০২৫ সালের মধ্যে বানারীপাড়ায় দেশের অন্যতম উন্নত আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে। উচ্চকিত মানবিক আদর্শে, সমৃদ্ধি ও সম্প্রীতির আলোকে বানারীপাড়াই হবে- আপনার, আমার ভালবাসার অভিন্ন ঠিকানা।

স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। ৪০ দফা পরিকল্পনার মধ্যে জনগণের কাঙ্খিত উন্নয়ন করা অন্যতম। নির্বাচিত হলে পৌরসভায় ৩৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সিটিইআইপি-২ প্রকল্পের আওতায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সড়ক, অবকাঠামোসহ টেকসই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। বানারীপাড়াকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীতকরণ, নতুন ৪টি গ্রাম-মাছরং, রাজ্জাকপুর, মহিষাপোতা ও নরত্তমপুরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হবে। ৫ কোটি টাকার সোলার স্ট্রিট লাইট স্থাপন, পৌরকর প্রদানে অনলাইন ব্যবস্থাপনা করা হবে। সিটিজেন ডাটাবেইজ তৈরি করে প্রত্যক নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। নতুন ১৫ টা সড়ক নির্মাণ, নতুন ৭ টি ব্রীজ-কালভার্ট নির্মাণ, বান্দরবাজারে ৩তলা বাণিজ্যিক কিচেন মার্কেট নির্মাণ, সন্ধ্যা নদী তীরে দৃষ্টিনন্দন ইকো-রিসোর্ট/ট্যুরিস্ট স্পট নির্মণ করা হবে। পুরো পৌরসভাকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে।

ইশতেহার ঘোষণা শেষে মেয়র প্রার্থী পৌরশহরে গণসংযোগ করেন। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ. লীগের সদস্য আনিচুর রহমান, উপজেলা আ. লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের গোলাম ফারুক, পৌর আলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।