বরিশালে পৌষ মেলা শুরু

বরিশালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পৌষ মেলা।
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়- স্লোগানে শুক্রবার বিকেলে নগরীর জগদীশ সারস্তত গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।
‘আগুনের পরশ মনি ছোয়াও প্রাণে’ গান এবং প্রদীপ প্রজ্জলন ও স্মারক বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ।
গত দুই বছর করোনার কারণে পৌষ মেলার আয়োজন বন্ধ থাকে। ফের এবছর ৪র্থ বারের মত জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী এ পৌষ মেলার উদ্বোধনের পর পরই শুরু হয় নৃত্যানুষ্ঠান ও আবৃত্তি।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক এস এম ইকবাল, শিশু সংগঠক পংকজ রায় চৌধুরী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীনন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক সুখেন্দু শেখর সরকার। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক জন ও সাংবাদিক সাইফুর রহমান মিরণ ।
তিন দিনব্যাপী আয়োজিত পৌষ মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগর দোলা। এছাড়া মেলার মাঠে দু’পাশ ঘিরে রয়েছে স্টল। স্টল গুলোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকমের পিঠা-পুলি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মেলার সমাপ্তি হবে ২২ জানুয়ারি। এ তিনদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।