বরিশালে শহীদ আসাদ দিবস পালন

বরিশালে শহীদ আসাদ দিবস পালন

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিলু মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরি এবং শহীদ আসাদ পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২০ জানুয়ারি সকাল ১০ টায় নীলু মনু ট্রাস্ট পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নজরুল হক নীলুর সভাপতিত্বে,রতন চক্রবর্তীর সঞ্চালনায় সভার শুরুতেই জাতীয় সঙ্গীত এবং শহীদ আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক এবং আগত অতিথিবৃন্দ। আলোচনার ফাঁকে ফাঁকে চলে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক ইউনিয়ন গণসঙ্গীত পরিবেশন করে।বক্তব্য রাখেন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম আর মুকুল, অধ্যক্ষ গোলাম রাব্বানী, শিশু সংগঠক বিজয় কৃষ্ণ দে,ওয়ার্কাস পার্টির জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, অধ্যক্ষ মোতালেব হাওলাদার,এড.হিরণ কুমার দাস মিঠু,আমিনুল ইসলাম খোকন, অধ্যাপক টুনু রানী কর্মকার,বাসদ মার্কসবাদী নেতা সাইদুর রহমান, জামাল আজাদ,মোস্তাফিজুর রহমান,ছাত্রমৈত্রী কেন্দ্রীয় নেতা আরাফাত হোসেন শাওন,ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি কিশোর বালা,প্রাক্তন ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল। 

সভায় বক্তারা বলেন,আসাদের আত্মত্যাগের মধ্যদিয়ে ঊনসত্তরের গণঅভ্যুত্থান সফলতা লাভ করে, এরই ধারাবাহিকতায় ৭১'র মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন। আসাদের স্বপ্ন ছিল জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা,কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও আমরা আসাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি,আগামী দিনে সকল বাম প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে আসাদের স্বপ্ন জনগণতান্ত্রিক, বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা  বাস্তবায়নে লড়াই চালিয়ে যেতে হবে।