বরিশালে প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারি ঘর বরাদ্দের দাবি

বরিশালে প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারি ঘর বরাদ্দের দাবি


বরিশালে ভূমি দস্যুদের দখলে থাকা ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহনীদের মাঝে বরাদ্দ দেওয় এবং সরকারি ঘরও প্রকৃতি ভূমিহীনদের মাঝে দেওয়ার দাবি করেছে কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা বরিশাল। বরিশালে অনুষ্ঠিত ভূমিহন সমাবেশ থেকে ওই দাবি করা হয়।

শুক্রবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেখে অবিলম্বে সরকারি ঘর এবং সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীদের মাঝে বরাদ্দ দেওয়ার দাবি কর হয়।


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বরিশাল নগরীর রসুলপুর চর ও নদী ভাঙনকবলিত মানুষদের স্ব স্ব স্থানে খাস জমি বরাদ্দ দিতে হবে। এ ছাড়া বরিশাল অঞ্চলের জমি ভূমিদস্যুদের দখলে থাকা সকল অবৈধ স্থপনা উচ্ছেদ করে সেখানে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন করতে হবে। 
বাংলাদেশ কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কৃষাণী সভা বরিশাল জেলা কমিটির সভাপতি রেহানা  বেগম মিতু, কৃষক ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক হালিম মোহরী, সাধারন সম্পাদিক রেনু বেগম, প্রচার সম্পাদক ইউসুব আকন, সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম, সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত, নুরুন্নাহার মিলি, হীরা বেগম, অবিনাশ মিস্ত্রি সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তরা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার উপজেলায় হতদরিদ্র প্রকৃত ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রামে টিনের ঘর উত্তোলন করছেন। স্থানীয় প্রতিনিধিরা এসব ঘর বরাদ্দে সঠিকভাবে দায়িত্ব দায়িত্ব পালন করছেন না। তারা প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ না দিয়ে জটিলতা সৃষ্টি করছেন। জন প্রতিনিধিরা তাদের নিজস্ব লোকদের সুপারিশের মাধ্যমে বরাদ্দ দেয়ার কারণে বা¯ুÍ ভিটাহীন মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারি ঘর বরাদ্দ দেওয়ার দাবি করেন তারা।