বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন পালিত হয়েছে। শেখ হাসিনার জন্মদিন উপলেক্ষ্য বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল ৯ টায় বরিশাল সিটি করপোরেশন, মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত দুই নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে সিটি করপোরেশনের পক্ষে ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুর নেতৃত্বে কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধু এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং পরে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাইদুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পন শেষে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে বাংলাদেশ বিশ্বের উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, আজকের এই দিনে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে। তারা শেখ হাসিনার জন্মদিনে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন উপলেক্ষে বিকেল ৪টায় সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ।
অন্যদিকে বাদ আসর নগরীর দক্ষিণ আলেকান্দা নূরিয়া স্কুল মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের অপরাংশের উদ্যোগে এক বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।