বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৫০ লাখ মিটার জাল জব্দ

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৫০ লাখ মিটার জাল জব্দ

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা ও ভোলার ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার রাতে এই অভিযান চালায় তারা। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান গতকাল মঙ্গলবার সকালে জানান, ভোলা সদর উপজেলার ইলিশা ফেরীঘাটে কনকচাঁপা ফেরীতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বস্তা বোঝাই ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদী থেকে একটি ট্রলার বোঝাই ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি।