বরিশালে প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা জারি

করোনা ভাইরাসের মাধ্যমে সৃষ্ট মহামারি পরিস্থিতি রোধে বরিশাল প্রবেশ ও ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসন, সেনা বাহিনী, র্যাব, পুলিশ, নৌপুলিশ ও হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে এই গণবিজ্ঞপ্তির অনুলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রামণ এড়াতে সামাজিক দূরত্ব ও গণজমায়েত রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ যানবাহনের মাধ্যমে জেলার বাইরে গমন এবং বাহির থেকে বরিশালে আগমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, আমদানী-রপ্তানী কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তিবর্গ এবং জরুরী সেবাসমূহ এই আদেশের আওতামুক্ত থাকবে।
এদিকে জেলা প্রশাসনের এই গণবিজ্ঞপ্তির পর বরিশালে প্রবেশ ও ত্যাগের উপর আরও কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনা বাহিনী, র্যাব ও পুলিশ। চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী চালাচ্ছে ট্রাফিক বিভাগ।