আগৈলঝাড়ায় ৪ প্রতিষ্ঠানে জরিমানা

আগৈলঝাড়ায় ৪ প্রতিষ্ঠানে জরিমানা

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর ও পয়সা বন্দরের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 বৃহস্পতিবার জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে উপজেলা সদরের মোল্লা ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ মালামাল পাওয়ায় দোকান মালিক জাকির মোল্লাকে ৬ হাজার টাকা, পয়সা বন্দরের অঞ্জন মধুর সারের দোকানে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা, মধু এন্টারপ্রাইজের মালিক শাওন মধুর দোকানে নিত্যপন্যের গায়ে খুচরা মূল্য না থাকায় ৭ হাজার ৫০০ টাকা এবং ভাই ভাই স্টোরে সঠিক নিয়মে মূল্য তালিকা না থাকায় মালিক আবু বকরকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।