অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রির দায়ে বরিশালে এক ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রায় লক্ষাধিক টাকার অনুমোদনহীন ১৮ ধরনের পণ্য ও ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে ত্বক ফর্সাকারী ক্রিমসহ বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে।
সোমবার (২৪ জুন) বিকেলে নগরের সদর রোডে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক বলেন, অভিযানে ফার্মেসীর মালিক সঞ্জয় দে’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বরিশালের ড্রাগ সুপারিনটেনডেন্ট এসএম সুলতানুল আরেফিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।