বরিশালে বাজার মূল্য সহনীয় রাখতে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে নিত্য পন্যের বাজার মূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় নানা অভিযোগে ৫টি প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর হাটখোলা ও পোর্ট রোড সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মূল্য তালিকা না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর আওতায় ৫টি প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।