বরিশালে বাম গণতান্ত্রিক জোটের আধা বেলা হরতাল পালন

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের আধা বেলা হরতাল পালন

সারাদেশের ন্যায়ে বরিশালে বাম গণতান্ত্রিক জোট আধা বেলা  হরতাল পালন করেছে।

আজ বৃহস্পতিবার ২৫ আগষ্ট ভোর থেকে বেলা ১২ টা অবদি বরিশাল নগরীর স্থানে হরতাল পালননের চেষ্টা করে। তবে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের হরতাল কোনো প্রভাব পড়েনি। বেলা বাড়ার সাথে সাথে খুলেছে বরিশাল নগরীর দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান । 
বরিশাল  নগরীর জেল খানার মোড়, সদর রোড, উদয়ন স্কুলের মোড় এলাকায় পিকেটিং করে হরতাল আহবান করে বাম গণতান্ত্রিক জোট বরিশাল । এতে রিক্সা, সি এন জিসহ যানবাহন  চলাচলে বাধা দেয় তারা।


এ নিয়ে তাদের সাথে যানবাহনের চালকদের সাথে বচশা হয়। আইন শৃংখলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিলো । জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে বেলা  ১২ টা পর্যন্ত সারাদেশে হরতাল আহবান করেছিল বাম গণতান্ত্রিক জোট। তবে বেলা বাড়ার সাথে সাথে নগরীর দোকানপাট খুলেছেন দোকান মালিকরা এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।