বরিশালে টিআইবি’র ‘প্যাক্টঅ্যাপ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন’

বরিশালে সচেতন নাগরিক কমিটির (সনাক) সনাক ও ইয়েস সদস্যদের অংশগ্রহণে ‘প্যাক্টঅ্যাপ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন’ অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশের (টিআইবি) উদ্যোগে বুধবার ২৪ আগস্ট দিনভর নগরীর এবিসি ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আশফাকুর রহমানের সঞ্চালণায় প্রশিক্ষণ পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়ক কাজী শফিকুর রহমান, আইটি বিভাগের সহকারী সমন্বয়ক মাহবুব আলম ও খুলনা ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে প্রফেসর শাহ্ সাজেদা বলেন, সমাজ পরিবর্তনে তরুনদের এগিয়ে আসতে হবে। নৈতিকতা ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করলে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব।
অনুষ্ঠানে সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়ক কাজী শফিকুর রহমান বলেন ‘প্যাক্টঅ্যাপ সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিউনিটি পর্যায় থেকে সেবাগ্রহীতাদের অংশগ্রহনে জিপিএস এর মাধ্যমে রিয়েল টাইম তথ্য সংগ্রহের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহন করা হবে।