বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

দেশে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাষনের বিরুদ্বে রুখে দাঁড়ান,মুক্তিযুদ্ধের চেতনায় জনগনের সংগ্রামী ঐক্য জোড়দার করুন ও বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহবান জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ই) সেপ্টেম্ববর বিকালে নগরের অশ্বিনী কুমার টাউহ হল চত্বরে বাম গণতান্ত্রিক জোট বরিশাল শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সভাপতি দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইউনাইটেড কমিউনিস্টলীগ কেন্দ্রীয়  সদস্য বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক আঃ ছত্তার,কমরেড আবু হাসান টিটু,হাসান মারুফ রুমি,কমরেড জলি তালুকদার,কমরেড আঃ রাজ্জাক,শুভরাংশ চক্রবর্তী।

এছাড়া আরো বক্তব্য কমরেড সাইফুর রহমান,হারন আর রসিদ মাহমুদ,কমরেড জলিলুর রহমান,ডাঃ মনিষা চক্রবর্তী,অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম প্রমুখ।

প্রধান অতিথি এসময় বলেন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের কোটি টাকার লুটপাটের কলংকিত ঘটনায় প্রমান করে দেশে দূর্নীতি ছড়িয়ে পড়েছে।

আজ শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত দেশ গ্যাস লুট পাটের মাধ্যমে দেশকে ধ্বংশের দিকে দাঁড়িয়েছে। তাই ভোট বিহীন সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার হওয়ার আহবান জানান।

এর পূর্বে দুপুরের পর নগরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে টাউন হলের সমাবেশ এসে অংশ গ্রহন করে।