সন্ধ্যা নদীর বালু উত্তোলন বন্ধের দাবি

সন্ধ্যা নদীর বালু উত্তোলন বন্ধের দাবি

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধের লক্ষ্যে সকল প্রকার বালু উত্তোলন বন্ধের দাবিতে পৃথক দুটি মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ইলুহারে সন্ধ্যা নদীর তীরে বসত বাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার রক্ষা করার দাবীতে এবং সকাল সাড়ে ১০টায় বিহারী লাল মাধ্যমিক বিদ্যালয়ের (বিএল একাডেমী) সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাকরা পৃথক এই মানববন্ধন করেন। 

পৃথক মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জুয়েল, পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শহিদুল ইসলাম, ডা. খোরশেদ আলম সেলিম, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র বাড়ৈ, শিক্ষক আলমগীর হোসেন সহ অন্যান্যরা অংশগ্রহন করেন