বরিশালে বাম গনতান্ত্রিক জোটের বিভাগীয় জনসমাবেশ

বরিশালে বিভাগীয় জনসমাবেশ করেছে বাম গনতান্ত্রিক জোট। মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই জনসমাবেশ করে তারা।
জেলা বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন জোটের কেন্দ্রিয় সমন্বয়কারী কমরেড রুহিন হোসেন প্রিন্স।
জোটের সিনিয়র নেতা নৃপেন্দ নাথ বাড়ৈর সঞ্চলনায় জনসমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা কমিউনিস্ট সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকন প্রমুখ।
এর আগে বিভাগের বিভিন্ন এলাকা থেকে বাম গনতান্ত্রিক জোটের নেতাকর্মীরা লাল পতাকা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, এই সরকার যখন সমস্যায় পড়ে তখনই দেশের ভেতর হিন্দুদের উপর অত্যাচার করে একটি সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। সরকার জঙ্গিবাদ, হেফাজতদের নিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার পাশাপাশি পাঠ্য পুস্তক বিকৃত করে শিক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছে। উন্নয়নের নামে রাষ্ট্রের কোষাগার শূন্য করে জনগণের কাধের উপর বোঝা চাপিয়ে লুটেরারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। সুষ্ঠ ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতা হারাবে বুঝতে পেরে তারা ফ্যাসিবাদি চরিত্র প্রকাশ করছে। মেহনতি মানুষের জন্য বাম গণতান্ত্রিক জোটের আন্দোলন চলমান থাকবে বলে প্রতিশ্রুতি দেন তারা।