বরিশাল বিভাগের ৯ নদীর পানি বিপৎসীমার উপরে

বরিশাল বিভাগে গত তিন দিন ধরে লাগামহীন বৃষ্টিপাত লেগে আছে। ফলে দৈনিক খেটে মানুষের জনজীবন বির্পযস্ত। এদিকে গভীল বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপটি লঘুচাপের কারনেই এ বৃষ্টিপাত আরো ২/১ দিন পর্যন্ত অবহ্যত থাকতে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। অন্যদিকে বৃষ্টি আর জোয়ারের পানিতে বরিশাল বিভাগের ৯টি নদীর পানি বর্তমানে বিপৎসীমার উপরদিয়ে প্রবাহীত হচ্ছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের মিটার গেজ রিডিংয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ০.৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে।
অন্যদিকে বিভাগের অন্যান্য নদীর মধ্যে ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ০.৫ সেন্টিমিটার, দৌলতখান (মেঘনা ও সুরমা) পয়েন্টে ০.৫৪ সেন্টিমিটার, ভোলা তজুমদ্দিন (সুরমা-মেঘনা) পয়েন্টে ০.৬৫ সেন্টিমিটার, ঝালকাঠীর বিষখালী নদীর পানি ০.১৯ সেন্টিমিটার, পটুয়াখালীর মীর্জাগঞ্জ সংলগ্ন বুড়িশ্বর ও পায়রা নদীর পানি ০.২৪ সেন্টিমিটার, বরগুনা বিষখালী নদীর পয়েন্টে ০.৩৩ সেন্টিমিটার এছাড়া একই নদীর পাথরঘাটা পয়েন্টে ০.৬ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ০.১২ সেন্টিমিটার উপর দিয়ে এবং পিরোজপুরের কঁচা নদীর পানি ০.১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
এদিকে বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারনে স্থলভাগে বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী ২৪ ঘন্টার পর বৃষ্টিপাত কমে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বরিশালে ৬০.০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গত তিন দিন ধরে বৃষ্টি আর জোয়ারের পানিতে বরিশাল নগরীরর গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে আছে। ফলে সড়কে বিভিন্ন যানবাহন এবং স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীসহ ওই সব সড়কে চালাচলকারী মানুষ দূভোর্গ পোহাচ্ছে।