বরিশালে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান লুটের অভিযোগে

বরিশালে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান লুটের অভিযোগে

বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষের বিরুদ্ধে দুটি ব্যবসা প্রতিষ্ঠান লুটের অভিযোগে আদালতে মামলা করেছেন মহানগর বিএনপির সহসভাপতি। আদালত মামলাটি গ্রহণ করে কোতয়ালী মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। মহানগর বিএনপির সহসভাপতি ও ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী কেএম শহীদুল্লাহ সহিদ বাদি হয়ে ওই মামলা দায়ের করেন।

রোববার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ মে মধ্য রাতে নগরীর পুলিশ লাইন রোডের শাড়ি ও পোষাকের দোকান ‘বরিশাল ফ্যাশন হাউজ’ এবং একই ভবনের ‘কিচেন চাইনিজ’ রেস্তোরার তালা ভেঙে আসামীরা যাবতীয় মালামাল, নগদ অর্থসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

বাদীর আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কাজী মুনির বলেন, আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ মামলাটি গ্রহণ করে কোতয়ালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। 

এ ব্যাপারে জানতে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. তৌহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।